এক মাসের মধ্যে ডালাসে ড্রাইভিং লাইসেন্স পেতে হলে… Posted on April 19, 2024April 19, 2024 By kpimon.com টাইমলাইন ডালাসে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সবচেয়ে শর্ট টাইমলাইন বলি। আপনার সামনে ধাপ তিনটে ১. লার্নার্স পারমিট নেয়া, ডিপিএস বা ডিএমভি অফিস থেকে (ধরুন রোড টেস্টের দু’সপ্তাহ আগে) ২. রোড টেস্ট পার করা (৪ই এপ্রিল, ২০২৪) ৩. ড্রাইভিং লাইসেন্স নেয়া, ডিপিএস বা ডিএমভি অফিস থেকে (১৯ই এপ্রিল, ২০২৪) ১. লার্নার্স পারমিট নেয়া, ডিপিএস বা ডিএমভি অফিস থেকে শহরে পা রাখা মাত্র ৬ ঘণ্টার একটা অনলাইন ট্রেনিং করতে হয়, ওটা করে ফেলুন। এবং ওটার ভিত্তিতে লার্নারস পারমিটের জন্য অ্যাপ্লাই করে দিন। ভিডিয়ো দেখা সহজ। একটা ডিভাইস আর পকেটে ৪০ ডলার থাকলে ৮ ঘণ্টার মামলা। ডিপিএস/ডিএমভিতে অ্যাপয়েন্ট পাওয়া কঠিন। ডিপার্টমেন্ট অফ পাবলিক সেফটি কিংবা ডিপার্টমেন্ট অফ মোটর ভেহিকলস না গিয়ে তো আর আপনি লার্নার্স পারমিট পাচ্ছেন না। কারণ ওরা ওখানে আপনার ফিঙারপ্রিন্ট চেক করবে। ছবি তুলবে। তারপর না দেবে। এ প্রসঙ্গে টিপস #৪ দেখুন। ২. রোড টেস্ট পার করা পারমিট পেলেন। এখন পাশে এরই মধ্যে অন্তত এক বছর ধরে লাইসেন্স পাওয়া এবং ২৫ বছরের বেশি বয়সের কেউ বসে থাকলে আপনি গাড়ি চালাতে পারবেন। পার্কিং লটে এবং নেইবারহুডে চক্কর খাওয়া প্র্যাকটিস করুন। ইম্প্যাক্ট নামক এক ঘণ্টার বালের ভিডিয়ো দেখুন বা ওটা প্লে করে এদিক ওদিক ঘুরে আসুন। প্রশ্নগুলোর উত্তর দেয়ার জন্য গুগলে কুইজলেট ইম্প্যাক্ট লিখুন। উত্তর ওখান থেকে মেরে দিন। ব্যাসিকালি এই ভিডিয়ো “গাড়ি চালাবার সময় এই বাল ও সেই বাল করবেন না, অমুক করেছিল, অক্কা পেয়েছে”র ওপর। এটা আপনার না দেখলেও চলবে। এসব আপনি জানেন। তারপর ঐ সার্টিফিকেট আর লার্নার্স পারমিট নিয়ে চলে যান প্লেনো-তে বেস্ট ড্রাইভিং স্কুলে। বাংলাদেশি এক ইন্সট্রাক্টর পাবেন। ভদ্রলোকের নাম আদী। ফোন নাম্বার (469) 709-7613. তার সাথে টেস্ট দিন। নেইবারহুডে চক্কর দেয়ার কাবিলিয়াত থাকলেই চলবে। ‘প্যারা’লাল পার্কিংয়ের ‘প্যারা’ উনি আপনাকে দেবেন না। রোড টেস্ট পাশ করে ফেললে উনি আপনাকে একটা ক্লোজড এনভেলপ দেবেন। ৩. ড্রাইভিং লাইসেন্স নেয়া, ডিপিএস বা ডিএমভি অফিস থেকে এনভেলপ নিয়ে টিপস#৪ ফলো করুন এবং ডিপিএসে নিজের চাঁদবদনখানা দেখান। আপনাকে লাইসেন্স দিয়ে দেবে। টিপস#১ লার্নার্স পারমিট নেয়ার সময় ক্যারলটন মেগা সেন্টারে আপনার নেয়া লাগবে – ক্যারলটন মেগা সেন্টারে আপনার নেয়া লাগবে – I-20, ৬ ঘণ্টার ঐ কোর্স কমপ্লিট করার সার্টিফিকেট Passport, Driver’s license (learner’s permit) The most recent I-94 (it’s okay if you forget to bring this) টিপস#২ লাইসেন্স নেয়ার সময় ক্যারলটন মেগা সেন্টারে আপনার নেয়া লাগবে – I-20, Said closed envelope, Passport, Driver’s license (learner’s permit) The most recent I-94 (optional) আই-৯৪ নিতে আমি ভুলে গেছিলাম। আমার এক বছর আগের ছিল। ভদ্রমহিলা নিজেই বের করে নিয়েছেন। ওতে সমস্যা হয়নি। টিপস#3 উভয়ক্ষেত্রেই আপনি ডিপিএস/ডিএমভির ভেতরে যাওয়ার পর আপনাকে একটা ফর্ম DL-14A পূরণ করতে দেবে। বাড়ি থেকে এটা পূরণ করে এনে অনেক সময় দেখা যায় এদের ফর্ম একটু আলাদা। কাজেই এখানে এসে করাই বেটার। ওখানে আপনার ঠিকুজি-কোষ্ঠি লিখে আসতে হবে। যাবতীয় পার্সোনাল ইনফরমেশন। কাজেই হাতে ২০ মিনিট সময় রেখে আপনাকে অ্যাপয়েন্টমেন্টের জন্য যেতে হবে। অর্থাৎ যদি 08:30 এ অ্যাপয়েন্টমেন্ট পান, 08:10 এ অবশ্যই ভেতরে ঢুকে ফর্ম ফিল-আপ করা শুরু করবেন। টিপস#৪ (সেম-ডে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার তরিকা) এবার ডিএমভিতে ডেট নিতে হবে। সেই ডেট আপনাকে অনলাইনে গেলে দেখাবে ৪ মাস পর কিছু একটা আছে। কাজেই কোন এক দিন ভোর ৬ টার সময় ক্যারলটনের মেগা সেন্টারে চলে যান। খাম্বার মতো দাঁড়িয়ে থাকুন। শীতে হি-হি করে ঘণ্টা দেড়েক কাঁপুন। এবং সাতটা বাজলে অ্যাপয়েন্টমেন্ট চেক করতে থাকুন ওদের ওয়েবসাইটে। প্রতিদিনই ওরা কিছু সেম-ডে অ্যাপয়েন্টমেন্ট ওপেন করে ৭.৩০ থেকে ৭.৫০ এর মধ্যে। এ সময় আপনি দ্রুত লুফে নেবেন।ঘরে বসেও এটা করা যায় বলছেন? যায়। তবে দেখবেন অ্যাপয়েন্টমেন্ট স্লট আছে সকাল আটটা থেকে নয়টার মধ্যে। ঐ সময়ের ত্রিশ মিনিট আগে আপনাকে অফিসে থাকতে হবে। যদি আপনার বাড়ি একেবারে ডিপিএসের পাশে না হয় তাহলে আসবেন কী করে? অ্যাপয়েন্টমেন্ট মিস করবেন। টিপস#৫ ধরা যাক, আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন। এবার নিয়ম হলো ঢুকে কিয়স্কে রেফারেন্স নাম্বারটা লিখবেন। একটা ছোট্ট কাগজে একটা টিকেট নাম্বার বেরুবে। ওতে লেখা থাকবে A0025 বা এমন কিছু। ওটা নিয়ে এগুলেই আপনার হাতে জোর করে একটা DL-14A ফর্ম গুঁজে দেয়া হবে। টিপস এক. ওটা নেয়ার সাথে সাথে যদি দেখেন আপনার টিকেট নাম্বার A0025 ধরে ডাক দিয়েছে, সাথে সাথে যে কাউন্টারে ডেকেছে চলে যান। তারপর ফর্ম ফিলআপ করুন। নইলে মিস করবেন এবং দেখবেন 08:30 এর অ্যাপয়েন্ট থাকলেও আপনাকে 08:50 এও ডাকছে না। তখন কী করবেন? বসে বসে লাক ট্রাই করবেন? না। টিপস#৬ পরে দেখা যাবে বলছে “আপনি সময়ের ৩০ মিনিটের মধ্যেও আসেন নাই, আপনার অ্যাপয়েন্টমেন্ট ক্যানসেল করা হয়েছে” – এবং তখন যতই বোঝান যে আপনি আগে থেকেই ছিলেন, ওরাই ডাকেনি – কোন লাভ হবে না। বরং অ্যাপয়েন্টমেন্ট সময়ের ২০ মিনিট অপেক্ষা করে ওদের ফ্রন্ট ডেস্কে (কাউন্টার ১,২,৩,৪) গিয়ে বলবেন “দেখুন তো কী অবস্থা!” তখন ওরা আপনাকে আবার একটা নতুন টিকেট প্রিন্ট করে দেবে, ধরা যাক তার নাম “A0117”। এবার দেখবেন ২ মিনিটে ডাক পড়ে গেছে।এভাবে আপনি এক মাসের মধ্যে লাইসেন্স পেতে পারেন।তারপর গাড়ি হাঁকাতে আর বাঁধা থাকবে না। একাকী হাঁকাবেন। দক্ষতা বাড়াবেন। হয়ে গেল। হলুদ গোল অংশের দিকে তাকালে আপনার টিকেট নাম্বার আর কাউন্টার নাম্বার দেখতে পাবেন Blog